এলজিইডির সব উন্নয়নকাজ বন্ধ রাখার ঘোষণা ঠিকাদারদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/14/photo-1513252785.jpg)
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী মোহন চাকমার অপসারণের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন ঠিকাদাররা। তারা এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপিও দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ঠিকাদাররা। তারা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহন চাকমার বিরুদ্ধে ঠিকাদার রফিক আহমেদকে মারধর, প্রাণনাশের হুমকি এবং উন্নয়ন কাজের ঠিকাদারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঠিকাদার সমিতির নেতা তোহিদুর রহমান রাশেদ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঠিকাদার সমিতির উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ, মশিউর রহমান মিঠুন, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, ঠিকাদার সমিতির সভাপতি সাবিকুর রহমান জুয়েল প্রমুখ।
সংবাদ সম্মেলনের আগে ঠিকাদার রফিক আহমেদকে মারধর, প্রাণনাশের হুমকি, ভয়ভীতি দেখানোর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন ঠিকাদাররা। মিছিলে স্থানীয় বিভিন্ন উন্নয়ন কাজের শতাধিক ঠিকাদার অংশ নেন। পরে ঠিকাদাররা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের মাধ্যমে এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবরে স্মারকলিপি দেন।
ঠিকাদারকে মারধরের ঘটনায় বান্দরবানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহন চাকমার অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন ঠিকাদাররা। ছবি : এনটিভি
ঠিকাদার সমিতির উপদেষ্টা লক্ষ্মী পদ দাশ বলেন, ঠিকাদাররা উন্নয়নের স্বার্থে সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করছে। কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে। কিন্তু নির্বাহী প্রকৌশলী কর্তৃক ঠিকাদার রফিক আহমেদকে মারধর, লাঞ্ছনা কোনোভাবেই মানতে পারছি না। শুধু ঠিকাদার নয়, নির্বাহী প্রকৌশলী মোহন চাকমার অত্যাচার-আচরণে অতিষ্ঠ তাঁর অফিসের কর্মচারীরাও। বান্দরবানের উন্নয়নের স্বার্থে নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবি জানাচ্ছি।
ঠিকাদার মশিউর রহমান বলেন, ঠিকাদার রফিককে মারধরের প্রতিবাদে কর্মসূচি দেওয়ায় নির্বাহী প্রকৌশলী ফোন করে অন্য ঠিকাদারদের ভয়ভীতি দেখাচ্ছেন। এলজিইডি বিভাগে কাজ কিভাবে করবে- দেখিয়ে দেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে। তাই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বান্দরবানে এলজিইডির চলমান সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়ক, গোয়ালিখোলা সাঙ্গু ব্রিজসহ প্রায় ২০০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে জেলায়।
ঠিকাদার সমিতির সভাপতি সাবিকুর রহমান বলেন, এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করে পরবর্তী আইন পদক্ষেপ নেওয়া হবে।
নির্যাতিত ঠিকাদার রফিক আহমেদ বলেন, ‘নির্বাহী প্রকৌশলী মোহন চাকমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আগে পরিচয়ও ছিল না। গত মঙ্গলবার এলজিইডির অফিস রুমে ঢুকে কোনো কারণ ছাড়াই আমাকে মারধর করেন। আমি এ ঘটনার বিচার চাই।’
গত মঙ্গলবার দুপুরে মেসার্স আকতার ট্রেডার্সের লাইসেন্সের বই সংগ্রহ করতে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অফিস সহকারীর কম্পিউটার রুমে যান যান লামা উপজেলার বাসিন্দা ঠিকাদার রফিক আহমেদ। সেখানে হঠাৎ করে রফিককে ঘুষি ও চড়-থাপ্পর মারেন নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা।
এর আগেও মোহন চাকমা তাঁর অফিসের কয়েকজন কর্মচারীকে মারধর করেছেন। পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বরত অবস্থায় মোহন চাকমা পরিষদের ডরমেটরিতে পরিষদের একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। সম্প্রতি ইংরেজি দৈনিকের একজন সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণ করেন মোহন চাকমা।