নেত্রকোনায় দুই ‘রাজাকার’ গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/12/photo-1439381103.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সুনাইকান্দা গ্রামের আহম্মদ আলী (৮০) ও বাড়হা গণকপাড়া গ্রামের আবদুর রহমান (৭৮)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের পূর্বধলা থানায় রাখা হয়েছে। দুজনকে ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ দুজনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বাড়হা গ্রামের আবদুল খালেক, চিকিৎসক হেম চন্দ্র বাগচীসহ সাতজনকে অপহরণ ও হত্যা ছাড়াও বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।
বাড়হা গ্রামের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদির জানান, ১৯৭১ সালের ২১ আগস্ট দুপুর ১টার দিকে রাজাকার আবদুল খালেকসহ আরো ১০-১২ জন রাজাকার ও আলবদর আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়ি আসেন। দুর্বৃত্তরা তাঁর ভাই কৃষক আবদুল খালেককে বাড়ি থেকে অপহরণ করে হত্যার পর কংস নদীতে লাশ ভাসিয়ে দেন। এ সময় রাজাকাররা বাড়ি লুটপাট করার পর অগুন দিয়ে পুড়িয়ে দেন।
২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের লিখিত অভিযোগ করেন আবদুল কাদির।