কার্গো আর ট্রাকের মধ্যে পিষ্ট হয়ে আসিফের জীবন শেষ

নোয়াখালীর চৌমুহনী দক্ষিণ বাজারে শিল্প ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিল চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী কার্গো। আজ মঙ্গলবার সকালে ওই কার্গো পরিষ্কার করছিল এর চালকের সহকারী আসিফ (১৬)। তখনো সে জানে না, শেষবারের মতো নিজের কাজ করছে সে।
সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ কার্গোটির পেছনে দাঁড়ানো সয়াবিন তেলবাহী একটি ট্রাক এগিয়ে এসে আসিফকে ধাক্কা দেয়। আর এতে দুই বাহনের মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় এই কিশোর।
পরে বেগমগঞ্জ থানা পুলিশ এসে আসিফের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত আসিফের আত্মীয় আনোয়ার হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। নিহত আসিফ চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ঘটনার পরই সয়াবিন তেল বোঝাই করা ট্রাকের হেলপার ও ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটির ড্রাইভারকে আটকের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।