কটিয়াদীতে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুরে নির্মাণাধীন পুলিশ তদন্তকেন্দ্রের কাছে হাওর থেকে আজ শুক্রবার সকালে এক তরুণীর (২৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুর্বৃত্তরা ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করে হাওরে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছোরা ও দুই জোড়া জুতা উদ্ধার করেছে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) জামাল উদ্দিন ও কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।