বগুড়ায় সিএনজিচালকের লাশ উদ্ধার

বগুড়ায় আব্দুস সালাম (৩৫) নামের এক সিএনজিচালিক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে দুপচাঁচিয়া থানার চৌমুহনি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সালাম আদমদীঘি থানার কালাইকুড়ি গ্রামের জসিমউদ্দিনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয়রা আজ সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি জানান, অটোরিকশা ছিনতাই করে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।