গোদাগাড়ীতে বাস চাপায় এক শিশু নিহত

রাস্তা সংলগ্ন বাড়ির উঠানে খেলছিল কয়েকজন শিশু। আচমকা যাত্রীবাহী একটি বাস রাস্তার মোড়ে টার্নিং নিতে গিয়ে দুই শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হয় অপর একজন।
আজ রোববার সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তাজরিন (৪) অভয়া গ্রামের লিটন ইসলামের মেয়ে। আহত খাদিজা (১০) একই গ্রামের তফিজুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জনায়, সকাল ১০টার দিকে তাজরিনসহ কয়েকজন শিশু রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক সংলগ্ন বাড়ির উঠানে খেলছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস অভয়ের মোড়ে টার্নিং নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুদের দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাজরিন মারা যায়। গুরুতর আহত খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, গোদাগাড়ী উপজেলা মোড়ে পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি আটক করেছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।