শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বান কি মুনের চিঠি

জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ফাইল ছবি
চলমান রাজনৈতিক সংকট সমাধানে যৌথ উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
আজ বুধবার সকালে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ‘মহাসচিব (বান কি মুন) দুই নেত্রীকে চিঠি পাঠিয়েছেন। অস্কার ফার্নান্দেজ তারানকো তাঁর পক্ষে এ বিষয়ে কাজ করছেন।’
মঙ্গলবার রাতে ই-মেইলে যোগাযোগ করা হলে ফারহান হক ইউএনবিকে এ কথা বলেন। তবে চিঠিতে মহাসচিব দুই নেত্রীকে সুনির্দিষ্টভাবে সংলাপে বসতে বলেছেন কি না, সে বিষয়ে ফারহান নিশ্চিত করে কিছু জানাননি।