ধর্মীয় বই পুড়িয়ে ফেলায় উত্তেজনা, মাদ্রাসাছাত্র আটক

রাজশাহীর পবা উপজেলায় মায়ের ওপর রাগ করে এক ছাত্রের ধর্মীয় বই পুড়িয়ে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকালে ওই ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপজেলার পালোপাড়া গ্রামের আব্দুল্লাহ (১৮) রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকার মিয়া মুহাম্মদ কাশেমিয়া মাদ্রাসার ছাত্র। গতকাল রোববার তিনি তাঁর মায়ের কাছে কিছু টাকা চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মায়ের সঙ্গে ঝগড়া করেন। ঝগড়ার জের ধরে আব্দুল্লাহ তাঁর সব ধর্মীয় বই পুড়িয়ে ফেলেন।
এদিকে আজ এলাকায় ছড়িয়ে পড়ে আব্দুল্লাহ পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে ফেলেছেন। এ খবরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আলমগীর হোসেন আরো জানান, আব্দুল্লাহকে আটকের পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ব্যপারে কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।