রাজশাহীতে টাকা আত্মসাতের অভিযোগে এনজিও পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্টার এনজিওর পরিচালক জে কে শাহানা ওরফে জরিনাকে টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচ বছর আগে তাঁর বিরুদ্ধে ওই এনজিওর অর্ধশতাধিক কর্মীর প্রায় এক বছরের বকেয়া বেতন ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় দেড় শতাধিক তরুণ-তরুণীর কাছ থেকে জামানতের টাকাসহ প্রায় ৪০ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার মামলা রয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে জে কে শাহানা ওরফে জরিনাকে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। কাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।
মামলার বরাত দিয়ে ওসি শাহরিয়ার খান জানান, ১৩ বছর আগে স্টার নামের একটি এনজিওর পরিচালক হিসেবে জে কে শাহানা ওরফে জরিনার আবির্ভাব ঘটে। সে সময় কয়েকটি শাখা অফিস নিয়ে গঠিত হয় স্টার এনজিওর পুঠিয়া জোনাল অফিস। জনসেবামূলক কার্যক্রম পরিচালনার কথা বলে প্রথমে ৩৫ জন মাঠকর্মী নিয়ে তিনি কার্যক্রম শুরু করেন। এনজিওর কার্যক্রম প্রায় সাত বছর চলার পর ২০১১ সালে কর্মীদের এক বছরের বেতন-ভাতা প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন জে কে শাহানা। এ ছাড়া ওই এনজিওতে চাকরি দেওয়ার নামে এলাকার দেড় শতাধিক শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে প্রলোভন দেখিয়ে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পরে কোনো প্রকার সুরাহা না পেয়ে ২০১১ সালের ২০ জুন পুঠিয়া থানায় প্রতারণা ও ক্ষতিপূরণ মামলা করেন মাঠকর্মী শাহজালাল। এতে জে কে শাহানা ও এরিয়া ম্যানেজার সুমনসহ চারজনকে আসামি করা হয়।