অটোচালকদের মারধরে রাবির তিন শিক্ষার্থী আহত

গন্তব্যস্থলে যাওয়া নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেছে অটোচালকরা। গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর তালাইমারী মোড়ে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত এক অটোচালককে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী চঞ্চল কুমার, ইয়াকুব আলী ও লিটন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এনটিভি অনলাইনকে জানান, তিন শিক্ষার্থী রাজশাহী রেলস্টেশন থেকে বিনোদপুর বাজারের উদ্দেশে একটি অটোরিকশায় আসছিলেন। অটোরিকশাটি তালাইমারী মোড়ে এলে চালক আর যাবেন না বলে জানান। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে বিনোদপুরে যেতে বলেন।
এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই চালকসহ সেখানকার আরো কয়েকজন অটোরিকশাচালক তিন শিক্ষার্থীকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখান থেকে মুন্না নামের এক অটোরিকশাচালককে আটক করে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর এনটিভি অনলাইনকে জানান, আহতদের মধ্যে লিটন ও ইয়াকুব হাসাপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত অপর শিক্ষার্থী চঞ্চল কুমার হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আর অটোরিকশাচালককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।