গরুচোর সন্দেহে সাতজনকে গণপিটুনি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে গরুচোর সন্দেহে সাতজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় গরুচোর সন্দেহে সাতজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার দোস্ত গ্রামে এই ঘটনা ঘটে।
আটক সাতজন হচ্ছেন জেলার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের উজ্জ্বল হোসেন, আসাদুল হক, শামসুল হক, মাসুম হোসেন, আশরাফুল হোসেন, হাফিজুর ও পাশের প্রতাপপুর গ্রামের আবদুল মোমেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এলাকাবাসী গরুচোর সন্দেহে ধরে গণপিটুনি দিয়েছে। পরে সদর থানা পুলিশ তাঁদের সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।