অস্ত্রের মুখে ইউটিউবারকে অপহরণের সময় দুই যুবক আটক

নাটোরে অস্ত্রের মুখে এক ইউটিউবারকে অপহরণের সময় স্থানীয় জনতার সহায়তায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটকরা হলেন- গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের বাসিন্দা রাব্বানী ও বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি গ্রামের বাসিন্দা ওবায়দুল হোসেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, শনিবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে শহরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে এমরান নামে এক ইউটিউবারকে অস্ত্রের মুখে প্রাইভেট কারে তুলে নেয় অপর একটি ইউটিউবার গ্রুপ। পরে শহরের কানাইখালী এলাকায় এমরানের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে গাড়িটি ধরে ফেলে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও রাব্বানী ও ওবায়দুল হোসেন সিহাব নামে দুজনকে ধরে জনতা পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি তল্লাশি করে একটি সুটিং পিস্তল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ইউটিউব হ্যাকিংকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।