মোটরসাইকেল থেকে এসিড, ঝলসে গেল ভাইবোন
খুলনা শহরের পিএমজি কলোনির কাছে একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছেন দুই সহোদর। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এসিডে দগ্ধ দুজন হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতেমা সাথী (২২) ও তাঁর ভাই শাওন মাহমুদ (১৮)। ঘটনার পরপরই পুলিশ তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত দুজনের ভাবী নুশরাত জাহান সোনিয়া এনটিভি অনলাইনকে জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে সাথীকে নিয়ে কোচিং থেকে বাসায় ফিরছিলেন শাওন। এ সময় অপর একটি মোটরসাইকেল থেকে তাঁদের দিকে এসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে সাথীর পিঠ, বুক ও মুখের কিছু অংশ ঝলসে গেছে। আর শাওনের পিঠ ও ডান হাতের কিছু অংশ ঝলসে যায়।
এসিডে দগ্ধ শাওন মাহমুদ জানান, হেলমেট পরা থাকায় দুর্বৃত্তদের চিনতে পারেননি তিনি। এ ছাড়া সেই মোটরসাইকেলের নম্বরও ছিল না। তিনি আরো জানান, তাঁর বড় বোন আসন্ন বিসিএস পরীক্ষা প্রস্তুতির কোচিং করতে গিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে খুলনার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান জানান, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেছেন, মেয়েটির শরীরের ২২-২৫ শতাংশ এসিডে দগ্ধ হয়েছে। তিনি জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।