সীতাকুণ্ডে কাভার্ডভ্যান-ট্রেন সংঘর্ষ, একজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় যাত্রীবাহী একটি ট্রেন ও গুঁড়ো দুধবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন।
urgentPhoto
আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানের চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেটি জানা যায়নি।
কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফখরুদ্দীন এনটিভিকে জানান, বিজয়নগর এক্সপ্রেস নামে ট্রেনটি ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে বাড়বকুণ্ডে রেললাইন পার হতে যাওয়া কাভার্ডভ্যানটির সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান ও ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্যানচালকসহ দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মফিজুর রহমান জানান, রেল দুর্ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে লাকসাম ও চট্টগ্রাম থেকে দুটি রিলিজ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ঘণ্টা দু-একের মধ্যে আপলাইন চালু করে দুই পাশের আটকে পড়া ট্রেনগুলো পাস করা হবে। আর পুরোদমে রেল চলাচল স্বাভাবিক করতে আজ সারা দিন লাগতে পারে।
মফিজুর রহমান আরো জানান, লাইনচ্যুত চার বগির মধ্যে দুটি চেয়ারকোচ, একটি প্রথম শ্রেণির কোচ আর একটি সাধারণ কোচ রয়েছে।