আগ্নিদগ্ধ হয়ে জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজ ভাঙার কারখানায় পাইপ কাটার সময় আগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক শ্রমিক। আজ মঙ্গলবার সকালে উপজেলার শীতলপুরে এন কে শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কারখানায় পাইপ কাটতে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়। কারখানায় থাকা অক্সিজেন, পুরনো তেল ও মোবিলের কারণে সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরোপুরি দগ্ধ হন মো. ইলিয়াছ (৪০) নামের এক শ্রমিক। আগুনে পুরোপুরি বিকৃত হয়ে যায় তাঁর শরীর। এ সময় আহত হন শফিকুল ইসলাম, মো. ইসমাইল ও জুলহাস মিয়া নামের আরো তিন শ্রমিক। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. হামিদ হোসেন জানান, নিহত শ্রমিক ইলিয়াছকে পুরোপুরি দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
নিহত ইলিয়াছের বাড়ি যশোর বলে জানান তাঁর সহকর্মী ও শিপইয়ার্ডের কর্মচারী রতন বাবু।