জুতার ভেতরে ৪৫ লাখ টাকার স্বর্ণ!

জুতার ভেতরে করে ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ একব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।আজ বুধবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম আল আমিন সরকার (৪৫)। তাঁর বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, আল আমিন সরকার জুতার ভেতরে করে কৌশলে ৯টি স্বর্ণের বার নিয়ে ভারতে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বিপুল স্বর্ণের বার ভারতে চালান হবে, এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই দর্শনা চেকপোস্টে অভিযান চালাচ্ছিল শুল্ক গোয়েন্দা বিভাগের পাঁচ সদস্যের একটি দল।
এ সময় তথ্যের ভিত্তিতে ভারতগামী বাংলাদেশি নাগরিক আল আমিনকে আটক করে তারা। পরে তাঁকে তল্লাশি করে জুতার ভেতর থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যশোর বেনাপোল শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপপরিচালক সাইফুর রহমান জানান, উদ্ধার হওয়া ৯টি স্বর্ণের বারের পরিমাণ ৯০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা।
আটক আল আমিনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সাইফুর রহমান। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।