চা দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামে বাবুর আলী (৪৮) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে গ্রামের মসজিদ পাড়ায় উজির শাহ নামে এক বাউল সাধকের বাড়ি থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বাবুর আলী গড়চাপড়া গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা।
নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গ্রামের হাসিয়ারের দোকানে চা খাওয়ার সময় একদল দুর্বৃত্ত বাবুরকে তুলে নিয়ে যায়। এ খবর পাওয়ার পর পুলিশ ও গ্রামবাসী রাতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি।
আজ সকাল ৭টার দিকে গ্রামের মসজিদ পাড়ার উজির শাহের ঘরে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বাবুর আলীকে তিনজন দুর্বৃত্ত বৃদ্ধ বাউল সাধক উজির শাহের ঘরে এনে খুন করে চলে যায়।
ওসি আরো জানান, নিহত বাবুর সন্ত্রাসী সাহেব বাহিনীর সদস্য ছিল। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্রের একাধিক মামলা রয়েছে।