৫০০ টিয়া নিয়ে ঢাকা যাওয়ার পথে আটক

রাজশাহী মহানগরীতে ৫০০ টিয়া পাখিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মফিজ উদ্দিন (৪০) ভোলার লালমোহন উপজেলার কুমারখালী গ্রামের বাসিন্দা।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী নাহার এন্টারপ্রাইজ নামের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুটি খাঁচায় রাখা ৫০০ টিয়া পাখিসহ মফিজ উদ্দিনকে আটক করা হয়। তিনি পাখিগুলো ঢাকার আশুলিয়া নিয়ে যাচ্ছিলেন।
এর আগেও মফিজ উদ্দিন রাজশাহী থেকে পাখি নিয়ে যাওয়ার সময় বন বিভাগের হাতে আটক হয়েছিলেন। সে সময় তাঁর কাছ থেকে ৮০০ পাখি উদ্ধার করা হয়েছিল, যা ছিল রাজশাহীতে সর্বোচ্চ পাখি আটকের রেকর্ড।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হক জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইনে মফিজ উদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাখিগুলো রাজশাহী জেলা প্রশাসকের বাসভবন ক্যাম্পাসে অবস্থিত অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।