ছাত্রাবাসের বিছানায় কলেজছাত্রের লাশ

চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়া থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এক ছাত্রাবাসের বিছানায় লাশটি পায় পুলিশ।
নিহত ওই ছাত্রের নাম আবদুর রহিম। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘুঘরাগাছি। চুয়াডাঙ্গা সরকারি কলেজে স্নাতক শ্রেণির গণিত বিভাগে প্রথম বর্ষে পড়তেন তিনি। দক্ষিণ হাসপাতালপাড়ার ওই ছাত্রাবাসে ১৯ জন ছাত্র থাকেন।
ছাত্রাবাসের বাসিন্দা রায়হান জানান, সকাল সাড়ে ৮টার দিকে খাওয়ার জন্য তিনি আবদুর রহিমকে ডাকতে যান। এ সময় তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে ওই ছাত্রাবাসের মালিক আবদুর রাজ্জাককে জানান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, বাড়ির লোকজনকে জানানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।