মন্দির খুঁড়ে মিলল হাঁড়িভর্তি গুপ্তধন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মন্দিরের মাটি খুঁড়তে গিয়ে গুপ্তধনের সন্ধান পেয়েছে স্থানীয় লোকজন। আজ শনিবার জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের চৌধুরী জমিদারবাড়ির প্রাচীন দুর্গামন্দিরের মেঝে খুঁড়ে ওই গুপ্তধন উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, সকালে চৌধুরীবাড়ির প্রাচীন দুর্গামন্দিরের মেঝে পুনর্নির্মাণের সময় ভিটি সমান করতে গিয়ে এক ফুট মাটির নিচে একটি পিতলের হাঁড়ি পাওয়া যায়। ওই হাঁড়িতে পাওয়া যায় ৪৮৬টি রৌপ্যমুদ্রা। পরে খবর পেয়ে পুলিশ হাঁড়িসহ মুদ্রাগুলো থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, সকালে গঙ্গানগর চৌধুরী বাড়িতে প্রাচীন রৌপ্য মুদ্রাসহ একটি পাতিল উদ্ধারের খবর পাওয়া যায়। এরপর আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান আহাদ মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মুদ্রার গায়ে ১৮০৪, ১৮১৪, ১৮৩৬ সাল ও রানি এলিজাবেথের ছবি খোদাই করা রয়েছে।
ওসি মফিজ উদ্দিন আরো জানান, মুদ্রাগুলো বিধি মোতাবেক হস্তান্তর করতে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।