পদ্মা থেকে অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধার

রাজশাহী মহানগরীর বড়কুঠি পদ্মা নদীর পাড় থেকে অর্ধগলিত দুটি মরদেহ উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আজ রোববার সকালে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে মহানগরীর বড়কুঠি এলাকার মানুষ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠায়। কয়েকদিন আগে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি শাহাদত।
শাহাদাত বলেন, ‘ময়নাতদন্তের পর মরদেহ দুটি রামেক হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরিচয় শনাক্ত করতে না পারলে পরে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামে মৃতদেহ দুটি হস্তান্তার করা হবে।’