মসজিদ থেকে জামায়াতের ৬১ নেতা-কর্মী আটক

রাজশাহীর বাঘা উপজেলার একটি মসজিদে ‘গোপন বৈঠকের’ অভিযোগে বাঘা পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সাইফুল ইসলামসহ দলের ৬১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের পর উপজেলার চকছাতারি মধ্যপাড়া মসজিদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। রাতেই থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার সকালে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এশার নামাজ শেষে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা জামায়াতের নেতা-কর্মীরা মসজিদের ভেতরে গোপন বৈঠক করছিলেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাঘা ও চারঘাট থানা পুলিশ যৌথভাবে ওই মসজিদে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাঘা পৌর আমির অধ্যাপক সাইফুল ইসলাম, পৌর জামায়াতের দপ্তর সম্পাদক ইমাজ উদ্দীন ও ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ দলের ৬১ জন নেতা-কর্মীকে আটক করা হয়।
ওসি জানান, ওই বৈঠকে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির জিন্নাত আলীও অংশ নিয়েছিলেন। তবে পুলিশ যাওয়ার আগেই তিনি সেখান থেকে চলে যান।
উপজেলা চেয়ারম্যান জিন্নাত আলী ওই বৈঠকে অংশ নেওয়ার কথা স্বীকার করে বলেন, দলের এক কর্মীর স্ত্রীর মৃত্যু উপলক্ষে ওই মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনিসহ দলের অনেকেই অংশ নিয়েছিলেন। সেখানে কোনো গোপন বৈঠক করা হয়নি।