বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ওয়াসিম নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। ওয়াসিম উপজেলার অনন্তপুর গ্রামের ইদু ফকিরের ছেলে।
আজ শনিবার সকালে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল আহসান জানান, রাতে ওয়াসিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিলোমিটার দূরে শ্যামকুড় গ্রামের নিন্দাপাড়ার রাস্তায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেখানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে টহল পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই তাঁর লাশ উদ্ধার করে।
নিহতের মামা অনন্তপুর গ্রামের মজনু জানান, যারা ওয়াসিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা ভারত থেকে গরু আনার কাজ করেন। এই কাজের বিরোধের জের ধরেই ওয়াসিম খুন হতে পারেন।
সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।