জামালপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২
জামালপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোশারফ হোসেন (৪২) ও অজ্ঞাত এক শিশু (৮)। মোশারফ জামালপুর শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. নূর উদ্দীন জানান, আজ সকাল সাড়ে ৮টায় জামালপুর পৌরসভার ছনকান্দায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী দুটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি জামালপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিল।
এ সময় সাতজন আহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। গুরুতর আহত পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।