দর্শনায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-পরাণপুর বালুরমাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত যুবকের নাম হৃদয় মিয়া (২৮)। তিনি দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত হৃদয় মিয়া তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
নিহতের দাদা আবুল হোসেন জানান, গত মঙ্গলবার বিকেলে সাদা পোশাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর গত দুদিন অনেক খোঁজাখুঁজি করা হয়। আজ সকালে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, হৃদয় শীর্ষ মাদক ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিরোধের কারণে প্রতিপক্ষের লোকেরা হৃদয় মিয়াকে খুন করতে পারে।