চুয়াডাঙ্গায় কোদালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে কোদালের আঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের নাম সেরেগুল হোসেন (৫৫)। এ সময় তাঁর বড় ছেলে মাসুদ রানাও (১৮) আহত হন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে মাসুদ রানা দাবি করেন, জমি নিয়ে তাঁর বাবা সেরেগুল ও বাবার ফুফাতো ভাই আবু তালেবের মধ্যে বিরোধ চলছিল। গতকাল আবু তালেব ও তাঁর ছেলে আরিফুল মিস্ত্রি নিয়ে ওই জমিতে ঘর তৈরির কাজ শুরু করেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করা হয়। এ সময় সেরেগুল ঠেকাতে গেলে তাঁর মাথায় কোদাল দিয়ে আঘাত করা হয়।
আহত সেরেগুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর দেড়টায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী যাওয়ার পথে বিকেলে পাবনার ঈশ্বরদী এলাকায় তিনি মারা যান।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) আমির আব্বাস জানান, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।