এবার পিআইওকে পেটালেন টুকু!

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধর করার অভিযোগ ওঠেছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকুর বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। নিজের পছন্দের তালিকা অনুযায়ী বন্যা দুর্গতদের ত্রাণ না দেওয়ায় এ ঘটনা ঘটে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এর আগেও এক সরকারি কর্মকর্তাকে মারধর করে টুকু আলোচিত হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগমারায় বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে টিন বরাদ্দ দেওয়া হয়। টিন বিতরণ শুরু হলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু তাঁর তালিকা অনুযায়ী টিন বিতরণ করতে বলেন। কিন্তু তাঁর তালিকা অনুযায়ী টিন বিতরণ করতে অস্বীকার করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মতিউর রহমান টুকু পিআইওকে মারধর করেন।
তবে মারধরের কথা অস্বীকার করেছেন মতিউর রহমান টুকু। তিনি বলেন, ‘তালিকা সঠিকভাবে করা হলেও পিআইও টিন বিতরণে বাধা দিচ্ছিলেন। এ নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।’
পিআইও মো. আলাউদ্দিন এ নিয়ে কোনো কথা বলতে চাননি। আর ইউএনও তরিকুল ইসলামের দাবি, মারধরের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে শেরকুল সিমলা উচ্চ বিদ্যালয়ে নিজের পছন্দের এক প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান টুকু ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর তৎকালীন বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসানকে পিটিয়ে আহত করেছিলেন। এ ঘটনায় ওই সময় মামলা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। পরে মামলাটি তিনি মীমাংসা করে নেন।