ময়মনসিংহে ৮৪ হাজার জাল স্ট্যাম্প উদ্ধার

ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল স্ট্যাম্পসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন শহরের সানকিপাড়ার বাসিন্দা উজির উদ্দিন মিয়া (৩৮), শহরতলির মাইজাড়ি এলাকার মো. ফারুক মিয়া (৩৬) ও শহরের খাগডহর এলাকার জাকির হোসেন ওরফে সুমন। তাঁদের কাছ থেকে আট লাখ ৭৭ হাজার ৩১ টাকা মূল্যমানের ৮৪ হাজার ৮৮৪টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে র্যাব জানিয়েছে।
র্যাব-১৪ ময়মনসিংহ কেওয়াটখালী বিশেষ দলের সদস্য ও অভিযানে নেতৃত্বে দেওয়া সহকারী পুলিশ সুপার আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা জাল সরকারি স্ট্যাম্প ও অন্যান্য মালামালসহ আটক তিনজনকে শুক্রবার রাত ৯টায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এই ঘটনায় জাল স্ট্যাম্প জালিয়াতির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। আসামিদের আজ সকালে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।