রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি

ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ও দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দীন কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাজু তাঁর ছাত্রলীগ বন্ধুসহ ১০/১৫ জনকে নিয়ে মমতাজউদ্দীন কলাভবনের সামনে আসেন। এ সময় তাঁরা ফোন করে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদ্দামকে ডেকে আনেন। সাদ্দাম নেমে এলে এলোপাতাড়ি মারতে শুরু করেন। এ সময় বিষয়টি সাদ্দামের বন্ধুরা দেখে তাঁরাও মারামারিতে জড়িয়ে যান। একপর্যায়ে রাজু ও তাঁর বন্ধুরা চলে গেলে তাঁদের খুঁজতে দর্শন বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়ে নৃবিজ্ঞান বিভাগসহ ক্যাম্পাসে শোডাউন দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাদ্দাম বলেন, ‘রাজু ও আমি একই মেসে থাকি। গতকাল (রোববার) রাতে টেলিভিশন দেখা নিয়ে তার সঙ্গে আমার সামান্য কথাকাটাকাটি হয়। এ সময় বড় ভাই হিসেবে তাকে আমি দুটি থাপড় দিই। এর জের ধরে রাজু ক্যাম্পাসে এসে এসএমএস করে আমাকে হুমকি দেয়। একপর্যায়ে রাজু ক্ষমা চাওয়ার কথা বলে আমাকে বিভাগের সামনে আসতে বলে। এলে ওর বন্ধু ও কয়েকজন পরিচিত ছাত্রলীগকর্মী নিয়ে আমাকে বিভাগের সামনে মারে।’ এ বিষয়ে রাজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘ঘটনাটি দেখে আমিসহ কয়েকজন শিক্ষক তাড়াতাড়ি ছুটে আসি। এসে দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করি। এখন বিষয়টি প্রক্টর দেখছেন।’
এ বিষয়ে সহকারী প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, ‘দুই বিভাগকেই আমরা শান্ত করেছি। এখন রাজু ও সাদ্দামকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে দোষী হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’