চুয়াডাঙ্গায় তিনটি সড়ক উন্নয়নের কাজ শুরু

চুয়াডাঙ্গায় বৃহত্তর কুষ্টিয়া উন্নয়ন প্রকল্পের আওতায় চার কোটি ২৫ লাখ ৫২ হাজার ৪০৮ টাকা ব্যয়ে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে তিনটি সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়ক তিনটির সাত হাজার ১২০ মিটার সড়ক উন্নয়নকাজ বাস্তবায়ন করছে।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলী আজগার টগর আজ শুক্রবার সকাল ১০টায় সড়ক তিনটির নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, দামুড়হুদার উপসহকারী প্রকৌশলী খালিদ হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইউনুচ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী ও সাধারণ সম্পাদক মুনতাজ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্প তিনটি হচ্ছে এক কোটি ১২ লাখ ৪২ হাজার ২৪৫ টাকা ব্যয়ে খর্দপ্রতাপপুর থেকে মদনা গ্রাম পর্যন্ত এক হাজার ৮২০ মিটার, এক কোটি ৬৪ লাখ ৪০৯ টাকা ব্যয়ে ছঘরিয়া থেকে হৈবতপুর পর্যন্ত দুই হাজার ৬৫০ মিটার ও এক কোটি ৪৯ লাখ নয় হাজার ৭৫৪ টাকা ব্যয়ে নাস্তিপুর থেকে ঝাঁঝাডাঙ্গা মাদ্রাসা পর্য়ন্ত দুই হাজার ৬৫০ মিটার সড়ক।
সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ৮০ শতাংশেরও বেশি কাঁচা রাস্তা বর্তমান সরকারের মেয়াদকালে পাকা হিসেবে উন্নয়ন করেছি। বাকি রাস্তাগুলোর উন্নয়ন অব্যাহত রয়েছে।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তিনটি সড়ক পাকাকরণের কাজ শেষ হবে।