কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে রাখার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগে বহাল রেখে ময়মনসিংহ বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে কিশোরগঞ্জবাসী। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পর তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করে এই ধন্যবাদ জানানো হয়।
urgentPhoto
নিকার বৈঠকে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে বাদ দিয়ে নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহের নাম অনুমোদনের খবর পাওয়ার পর কিশোরগঞ্জ সম্মিলিত অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম ও সম্মিলিত নাগরিক ফোরাম যৌথ ভাবে দুপুরে স্থানীয় একটি রেস্তোঁরায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলন আহ্বান করে।
সম্মিলিত অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক শফিক আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত নাগরিক ফেরামের সমন্বয়ক এনায়েত করিম অমি। লিখিত বক্তব্যে কিশোরগঞ্জকে ঢাকা বিভাগে বহাল রাখতে এ জেলার ৩০ লাখ মানুষের যৌক্তিক দাবিকে অনুধাবন করে সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সেই সাথে জেলার কাঙ্ক্ষিত উন্নয়নসহ বিরাজমান সব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তাঁর কার্যকর সহায়তা অক্ষুণ্ণ রাখবেন বলে সংবাদ সম্মেলন থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় কিশোরগঞ্জের পেশাজীবী নেতা, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেশ কিছুদিন ধরেই প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত না করে ঢাকা বিভাগে বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জ সম্মিলিত অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম ও সম্মিলিত নাগরিক ফোরাম যৌথভাবে মানববন্ধন, মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদান, ওয়েবপেজ উদ্বোধন, অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করেছে।