ময়মনসিংহের পাগলায় আ.লীগ নেতা খুন

ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী গ্রামে গত সোমবার রাতে খুন হয়েছেন আওয়ামী লীগ নেতা মহর উদ্দিন। তিনি নিগুয়ারী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) সৈয়দ হারুন অর রশিদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টার দিকে মহর উদ্দিন বাড়ির পাশে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মহরকে। তাঁকে গাজীপুরের শ্রীপুর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।