কিশোরগঞ্জে ট্রলারডুবি : দুজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে দুর্ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে কেওড়াঘাট এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের আফতাব (৩০) ও জামাল মিয়ার ছেলে সোহেল (৩০)।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, কেওড়াঘাট এলাকার হাওরে সকাল ৭টার দিকে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ সকাল ১০টার দিকে সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পরিবার না চাইলে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও ওসি জানান।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পূর্ব অষ্টগ্রামের সাহেববাড়িতে ওরস থেকে নয় যাত্রী নিয়ে ট্রলারটি মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। ভোর ৪টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া হাওরে ট্রলারটি ডুবে যায়। এতে সাত যাত্রী সাঁতরে তীরে উঠলেও এ দুজন নিখোঁজ ছিলেন।