ময়মনসিংহে চার ভুয়া পুলিশ আটক

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ রাত ১০টায় শহরতলির কেওয়াটখালি এলাকা থেকে চার ভুয়া পুলিশকে আটক করেছে। পুলিশ সেজে প্রেমিক-প্রেমিকাকে আটক করে টাকা দাবি করায় এই চারজনকে পুলিশ আটক করেছে। আটকরা হলো—রনি, রাশেদ, আমজাদ ও হাবিব। তাদের কাছ থেকে সাতটি মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আঁখি নামের এক কলেজছাত্রীর প্রেমিক জীবন নামের এক যুবক। এ দুজনকে পুলিশ সেজে আটক করে মুক্তি দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করে আঁখির ভাই আতিকের কাছে। খবরটি চলে যায় পুলিশের কাছে। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে পুলিশ পরিচয়দানকারী চারজনকে আটক করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।