স্কুলছাত্রকে পিটুনি, মানবাধিকার কমিশনে অভিযোগ

রাজশাহী কলেজিয়েট স্কুলে এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করা হয়েছে। স্কুলের সহকারী শিক্ষক আবুল হোসাইন সপ্তম শ্রেণীর ‘গ’ শাখার শিক্ষার্থী তৌফিক নিশাদকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন ওই শিক্ষার্থীর বাবা।
প্রথমে স্কুলের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালকের কাছে অভিযোগ করলেও তাঁরা কোনো সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত জাতীয় মানবাধিতার কমিশনের দ্বারস্থ হয়েছেন বলে জানান ওই শিক্ষার্থীর বাবা তৌহিদুল ইসলাম। অভিযোগ পাওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বিষয়টি তদন্ত করে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
জাতীয় মানবাধিকার কমিশনে করা অভিযোগে তৌহিদুল ইসলাম উল্লেখ করেন, তাঁর ছেলে তৌফিক নিশাদকে গত ২৪ আগস্ট রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আবুল হোসাইন বেত দিয়ে পেটান। বিষয়টির প্রতিকার চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দিলে তিনি নিশাদকে তাঁর কক্ষে ডেকে নিয়ে খারাপ আচরণ করেন। এমনকি নিশাদকে ছাড়পত্র দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকিও দেন প্রধান শিক্ষক। এ ঘটনার পর তৌহিদুল ইসলাম তাঁর ছেলের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালকের কাছে আবেদন করেন। এর অনুলিপি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের কাছেও পাঠান তিনি। তবে প্রধান শিক্ষকা নূর জাহান বেগম ওই আবেদনের অনুলিপি গ্রহণ করেননি।
এরপর তৌহিদুল ইসলাম জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। এর অনুলিপি তিনি শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবসহ বিভিন্ন দপ্তরে পাঠান।
এদিকে অভিযোগ পাওয়ার পর গত ৬ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বিষয়টি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসককে একটি চিঠি দেন।
চিঠির প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার দায়িত্বে থাকা আতাউল গনি বলেন, ‘এ ধরনের একটি চিঠি আমরা পেয়েছি। তবে আমি অফিসের বাইরে থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারছি না। আর যেহেতু প্রতিবেদন দাখিলের অনেক সময় এখনো হাতে আছে, কাজেই বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আবুল হোসাইন দাবি করেন, ‘ক্লাস বাদ দিয়ে তৌফিক নিশাদসহ কয়েকজন শিক্ষার্থী মারামারি করছিল। এ নিয়ে নিশাদকে আমি শুধু শাসন করেছি। তাকে মারপিট করা হয়নি। কিন্তু তার বাবা বিষয়টিকে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে বিপাকে ফেলতেই এ ধরনের অভিযোগ তুলেছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. নূর জাহান বেগম বলেন, ‘মারপিটের ঘটনাটি সঠিক নয়। কোনো শিক্ষার্থীই এর প্রমাণ দিতে পারেনি। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’