গরু খেল ধান, হামলায় মরল ভাই-বোন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বৈরাটি গ্রামে গরুর ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বৈরাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে রাস্টিক মিয়া (৫১) ও মেয়ে রাজিয়া খাতুন (৫৫)। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের বৈরাটি গ্রামের রাস্টিক মিয়ার গরু শনিবার বিকেলে পাশের নেত্রকোনার পূর্বধলা উপজেলার চল্লিশা বৈরাটি গ্রামের ফজলুর জমির ধানের চারা নষ্ট করে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর রোববার সকালে সালিস-দরবার হওয়ার কথা ছিল। কিন্তু ফজলুর শ্বশুর গেনু শেখ এলাকায় প্রভাবশালী হওয়ায় তা আর মানেননি। সালিস-দরবারে বসার আগেই বেলা ১২টার দিকে গেনু শেখ, তাঁর মেয়েজামাই ফজলু ও আফতাব উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন রাস্টিক মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের ওপর বাঁশ ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রাস্টিক মিয়া ও তাঁর ছেলে লিংকন, বোন রাজিয়া খাতুন ও ভাগ্নে রায়হান, ভাতিজা সিরাজুল ইসলামসহ আহত হয় কমপক্ষে ছয়জন। পরে বাড়ির লোকজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুর সাড়ে ১২টার দিকে রাজিয়া খাতুন মারা যান। এরপর বেলা আড়াইটার দিকে রাস্টিক মিয়া মারা যায়।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
গৌরীপুর থানার ওসি আখতার মোর্শেদ জানান, গেনু শেখের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, গেনু শেখ এলাকায় প্রভাবশালী। এই পরিবারটির বিরুদ্ধে এলাকার কেউ কথা বলতে সাহস পায় না।