সুন্দরবনে নদীতে পড়ে বনপ্রহরী নিখোঁজ

সুন্দরবনের বলেশ্বর নদীর বগী এলাকায় ট্রলার থেকে নদীতে পড়ে এক বনপ্রহরী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাতে ওই এলাকায় বনবিভাগের টহলরত ট্রলারটির সঙ্গে অন্য একটি মাছধরার ট্রলারের ধাক্কা লাগলে পা ফসকে নদীতে পড়ে যান বনপ্রহরী সোহেল রানা। নিখোঁজের পর একদিন পার হয়ে গেলেও লাশের সন্ধান মেলেনি।
ওই এলাকায় ফায়ার সার্ভিস ও বনবিভাগের অভিযান চলছে। নিখোঁজ বনপ্রহরী সোহেল কক্সবাজারের উখিয়া উপজেলার মহুরীপাড়া গ্রামের এস এম আবদুল হামিদ তালুকদারের ছেলে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সোহেল রানাসহ চার বনরক্ষী বগী স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বলেশ্বর নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। আনুমানিক রাত ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা মাছ ধরার একটি ট্রলারকে থামার নির্দেশ দেওয়া হয়। ট্রলারটি নির্দেশ উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় বনরক্ষীদের ছোট টহল বোটটিকে ধাক্কা দিলে সোহেল রানা পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন। কোস্টগার্ড ও বনবিভাগের কর্মকর্তারা লাশের সন্ধানে দুর্ঘটনাস্থলসহ আশপাশে তল্লাশি চালাচ্ছেন।
এ ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান ডিএফও মো. মাহমুদুল হাসান।