কসবায় প্রতিপক্ষের হামলায় সাবেক সেনাসদস্য নিহত, আটক ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় আবু নাসের (৬০) নামের এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে কসবা পৌর এলাকার গুরিয়ারূপ মাদ্রাসার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মুসলেউদ্দিন, মোহাম্মদ আলী, মিন্টু মিয়া, ইসমাইল মিয়া ও দৌলত মিয়া। তাঁদের আজ সকাল ৭টার দিকে কসবার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
ময়নাতদন্তের জন্য নাসেরের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহাম্মেদ জানান, গুরিয়ারূপে একটি মাদ্রাসা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এলাকার মুসলেউদ্দিনের সঙ্গে আবু নাসেরের বিরোধ চলছিল। এর জের ধরে মুসলেউদ্দিনের লোকজন গতকাল রাতে মাদ্রাসার ভেতর জিকির করার সময় তাঁকে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাপশন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় নিহত সাবেক সেনাসদস্যের পরিবারের আহাজারি। ছবি : এনটিভি