কুড়িগ্রাম সীমান্তে ফেনসিডিলসহ দুজন আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সীমান্তে ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে উপজেলার রামখানা সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়।
আটকরা হলেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের সিংগেরটারী গ্রামের মো. বাদল হোসেন (৩৭) ও রামখানা ইউনিয়নের ভারাইলটারী গ্রামের নুরু মিয়া (৩৫)।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির নায়েক মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ৯৫১-এর ৩ এস থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুই মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দেয়। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।
পরে তাঁদের কাছে থাকা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকদের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।