আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের লতিবাড়ির বাদলের ভ্যানগাড়ি থেকে পাউরুটি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনি একই গ্রামের শরীয়তনগর এলাকার ঝুলমতের ছেলেকে মারধর করেন। এ নিয়ে ঝুলমত মিয়া বাদলের লোককে মারধর করে। এ খবর গ্রামের উভয় পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়ে। টানা এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।