ধোবাউড়ার উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০১০ সালে অস্ত্র আইনে করা একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার বিভাগ এই ব্যবস্থা নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান খান। আজ বুধবার দুপুরে তিনি এনটিভি অনলাইনকে জানান, বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ গত ২৭ সেপ্টেম্বর একটি স্মারক ইস্যু করে। আজ বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগ এ ব্যাপারে তাঁর কাছে ইমেইল পাঠায়। বিধি মতে বিষয়টি বরখাস্ত উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়েছে।
আওয়ামী লীগ নেতা মজনু মৃধা ২০১৩ সালের এপ্রিল মাসে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০১০ সালে ২২ এপ্রিল ময়মনসিংহে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক হয়ে কারাগারে যান তিনি। তখন তাঁর বড় ভাই ফুরকান মৃধা একই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। ভাইয়ের মৃত্যুর পর তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।