যশোরে ভ্যানচালক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/30/photo-1443616022.jpg)
যশোরে ভ্যানচালক বিল্লাল হোসেন (২৬) হত্যা মামলায় ফারুক হোসেন নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে যশোরে স্পেশাল জজ আদালত (জেলা জজ) নিতাই চন্দ্র সাহা ওই আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ফারুক হোসেনের বাড়ি জেলার ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা পূর্বপাড়ায়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
এ মামলার সরকারপক্ষের আইনজীবী এসএম বদরুজ্জামান পলাশ জানান, এ মামলায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছিল। কিন্তু সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পরে ফারুক হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার এজাহারের বর্ণনা দিয়ে বদরুজ্জামান পলাশ জানান, ২০০৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যার দিকে ভ্যানসহ নিখোঁজ হন বেনাপোল পোর্ট থানা এলাকার আমির শেখের ছেলে বিল্লাল হোসেন। পরের দিন ১ সেপ্টেম্বর সকালে তাঁর মরদেহ ঝিকরগাছার হোগলাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ধানক্ষেতে পাওয়া যায়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় ওই দিনই একটি হত্যা মামলা করা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত একমাত্র আসামি ফারুক হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
তবে দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক হোসেন পলাতক রয়েছেন বলে জানান আইনজীবী এস এম বদরুজ্জামান পলাশ।