সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/aain_o_bicaar.jpg)
রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন–সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি সাদেক খান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু।
আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার চার মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। সালমান এফ রহমানকে একই থানার দুই মামলা, দীপু মনিকে এক মামলা, জুনাইদ আহমেদ পলককে এক মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়। ২০১৫ সালের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।