ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/30/photo-1443624842.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি স্থানে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে দোকানপাট ও বাড়িঘর।
আজ বুধবার শহরতলীর শরীফপুর ও নাটাই গ্রামের লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ ঘটে। এতে ১৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এ সময় শরীফপুর এলাকার ১০-১৫টি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। লুটপাটের আশঙ্কায় দোকানপাট বন্ধ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ছাড়া আজ আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় বাস ভাড়াকে কেন্দ্র করে শ্রমিক ও যাত্রীর মধ্যে কথা কাটাকাটির জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।