ময়মনসিংহে বাস-অটোর সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ সদর উপজেলায় উপজেলার মাইজবাড়ী এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : নিউজ রুম ফটো
ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে উপজেলার মাইজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বর্ণশিল্পী বাবুল শিকদার ও কেনু। তাঁদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, মাইজবাড়ী পেট্রলপাম্পের পাশে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।