ঐক্যফ্রন্টকে ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে : জয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/12/30/photo-1546165280.jpg)
আজ রোববার রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবি : বাসস
নির্বাচনের পর বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টকে তাদের ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন জয়।
সিটি কলেজ কেন্দ্র ধানমণ্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনের একটি কেন্দ্র।
এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় দেশবাসীকে, বিশেষ করে তরুণ ভোটারদের স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধীদের নিয়ে জোটবদ্ধদের ভোট না দেওয়ার আহ্বানও জানান জয়।