ঝিনাইদহে কলাবাগানে মিলল শিশুর লাশ

বিল্লালের লাশ উদ্ধারের খবর পেয়ে ভিড় জমায় গ্রামের মানুষ। ছবি : এনটিভি
ঝিনাইদহ সদর উপজেলার একটি কলাবাগান থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিল্লাল হোসেন নামের ওই শিশু তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
আজ শুক্রবার ঝিনাইদহ পৌরসভার মুরারীদহ গ্রামের একটি কলবাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। বিল্লাল মুরারীদহ গ্রামের শহিদুল শেখের ছেলে। সে মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল বিল্লাল। সকালে গ্রামের কলাবাগানের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
ওসি এমদাদুল হক জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।