ময়মনসিংহে বরেণ্য চার শিক্ষককে সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহের বরেণ্য চার শিক্ষককে সম্মাননা দিয়েছে কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও টাকা তুলে দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত-উল আলম।
এবারের সম্মাননা পাওয়া চার শিক্ষক হলেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রেক্টর অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, আনন্দমোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোকাররম হোসাইন, আনন্দমোহন সরকারি কলেজের সাবেক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ কে এম শামসুল ইসলাম (মরণোত্তর) এবং ধোবাউড়া উপজেলার গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম তালুকদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. ফরিদ উদ্দিন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম শফিকুল হায়দর মুকুল, বেগম ফজিলাতুননেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমদাদুল হক সেলিম, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দুই শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।