ডাকাত সন্দেহে আট র্যাব সদস্য আটক, পরে উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর সড়কের বেলাইচণ্ডী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার রাত ৮টায় ডাকাত সন্দেহে ১০ র্যাব সদস্যকে আটক করে এলাকাবাসী। এ সময় ১০টি ফাঁকা গুলি ছুড়ে দুজন পালিয়ে যান। বাকিদের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ও রংপুর র্যাবের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল কিসমত হায়াত উদ্ধার করে নিয়ে যান।
এলাকাবাসীর ইট-পাটকেলের আঘাতে র্যাব সদস্যসহ ছয়জন আহত হন। এ ঘটনায় পার্বতীপুর-সৈয়দপুর সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মাদ রাজা বলেন, রাত ৮টার দিকে র্যাব ১৩-এর আট সদস্য সাদা পোশাকে মাদকবিরোধী অভিযানে আসেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লক্ষণপুরের মনোয়ারুল আজিজকে (২৭) আটক করে। তাঁকে নিয়ে যাওয়ার সময় তিনি (আজিজ) ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। এতে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। র্যাব ও স্থানীয়দের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে কয়েকটি ফাঁকা গুলি করে দুই র্যাব সদস্য পালিয়ে যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আ. রাজ্জাক, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম ও র্যাবের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রংপুর র্যাব-১৩ সিও লে. কর্নেল কিসমত হায়াত বলেন, এক সপ্তাহ আগে বেলাইচণ্ডী বাজারের কয়েকটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসী আতঙ্কে মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে র্যাবের একটি টিম সাদা পোশাকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে যাওয়ায় এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।