ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল আতশবাজি জব্দ, একজন আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/09/photo-1444375296.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ পার্ক এলাকায় সকালে একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করে বিজিবি। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ পার্ক এলাকায় বিপুল ভারতীয় আতশবাজিসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকাল ৭টার দিকে আতশবাজিগুলো জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ ২৮ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় মো. বাছির মিয়া (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বাড়ি আখাউড়া উপজেলার ঝাউতলা এলাকায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ট্রানজিট ক্যাম্পের সদস্যরা নিয়াজ পার্ক এলাকায় একটি পিকআপভ্যানে তল্লাশি চালান। ওই সময় আটটি ব্র্যান্ডের ছয় হাজার ১৩৬ প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, দুর্গাপূজা সামনে রেখে চোরাকারবারিরা সীমান্তের বিভিন্ন চোরাপথ দিয়ে এসব আতশবাজি পাচার করে থাকে।